সৌদ শাকিলের প্রথম সেঞ্চুরির পরও পিছিয়ে পাকিস্তান

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৪ জানুয়ারি ২০২৩, ২০:৩৪
সৌদ শাকিলের প্রথম সেঞ্চুরির পরও পিছিয়ে পাকিস্তান – ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার সৌদ শাকিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে শাকিলের প্রথম সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৪০৭ রান করেছে পাকিস্তান। ১ উইকেট হাতে নিয়ে ৪২ রানে পিছিয়ে পাকরা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪৪৯ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫৪ রান করেছিলো পাকিস্তান। ৭ উইকেটে হাতে নিয়ে ২৯৫ রানে পিছিয়ে ছিলো তারা।

ওপেনার ইমাম উল হক ৭৪ ও সৌদ শাকিল ১৩ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন। ইমামকে ব্যক্তিগ ৮৩ রানে আউট করেন নিউজিল্যান্ড পেসার ও অধিনায়ক টিম সাউদি। ১০টি চার ও ১টি ছক্কায় ১৬৫ বল খেলে নিজের ইনিংসটি সাজান ইমাম।

দলীয় ১৮২ রানে ইমামের আউটের পর জুটি বাঁধেন শাকিল-সরফরাজ আহমেদ। পঞ্চম উইকেটে ২৩৮ বল খেলে ১৫০ রান তুলেন তারা। মিডিয়াম পেসার ড্যারিল মিচেলের বলে সরফরাজ আউট হলে ভাঙ্গে জুটি। ১০টি চারে ১০৯ বলে ৭৮ রান করে আউট হন সরফরাজ।

সরফরাজের সাথে জুটি গড়ার পথে পঞ্চম টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান শাকিল। এজন্য ২৪০ বল খেলেছেন তিনি।

ষষ্ঠ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৩ রান যোগ করেন শাকিল। ৭৮ বলে ৭টি চারে ৪১ রান করেন সালমান।

লোয়ার-অর্ডারে দ্রুত ৩ উইকেট পড়লেও শেষ ব্যাটার আবরার আহমেদকে নিয়ে দিন শেষ করেছেন শাকিল। ১৭টি চারে ৩৩৬ বলে ১২৪ রানে অপরাজিত আছেন তিনি।

নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ৩টি ও ইশ সোধি ২টি উইকেট নেন।