সোমবার সারা দেশে জনসমাবেশ করবে বিএনপি

টিবিএস রিপোর্ট
29 July, 2023
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি, আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব, গণতান্ত্রিক কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।‘

আগামী সোমবার (৩১ জুলাই) সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার (২৯ জুলা) সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামীকালই আমরা এই কর্মসূচি করতাম। কিন্তু আমরা জেনেছি সরকারি দল আগামীকাল প্রোগ্রাম করবে। তাই তাদের মতো একই দিন প্রোগ্রাম ডেকে জনদুর্ভোগ সৃষ্টির ইচ্ছা আমাদের নেই।’

বিএনপি নেতাদের আটক করে ডিবি অফিসে নিয়ে৷ খাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্যাংশন বা ভিসানীতি থেকে বাঁচতে পুলিশ এসব নাটক করছে।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করার সময় নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে এই কর্মসূচি দিল বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আজ রাজধানীতে যে অত্যাচার-নিপীড়নের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার সারা দেশে, সকল মহানগর, জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি, আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব, গণতান্ত্রিক কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’