- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ নভেম্বর ২০২২, ২৩:৪৭
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব সমাপ্ত হয়েছে রোববার এবার শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
‘গ্রুপ-১’ এর চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং ‘গ্রুপ-২’ এর রানার্সআপ পাকিস্তান। দু’দলই তিনটি করে ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ড এক ম্যাচে হারে এবং আরেক ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে। তারা ৭ পয়েন্ট ও সর্বোচ্চ +২.১১৩ নেট রানরেট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে পাকিস্তান হেরেছে দুই ম্যাচে। তাদের পয়েন্ট ৬।
নিজেদের ভালো দিনে দু’দলই হয়ে ওঠে বিপজ্জনক। আবার যেদিন মাঠের পারফরম্যান্স হয় খারাপ, সেদিন ফুটো বেলুনের মতো চুপসে যাওয়ার নজির আছে দু’দলেরই। পাকিস্তানের ক্ষেত্রে কথাটি আরো বেশি বাস্তব। আনপ্রেডিক্টেবল দল খ্যাত পাকিস্তান এবারের বিশ্বকাপেও যার প্রমাণ দিয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এসেছে বহু হিসাব-কিতাব মিলিয়ে।
টি-টুয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ড এবং পাকিস্তান মোট ২৮টি ম্যাচে নেমেছে। যেখানে নিউজিল্যান্ডের ১১ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ১৭ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে ছয় বারের দেখায়ও এগিয়ে পাকিস্তান। তাদের চার জয়ের বিপরীতে পরাজয় দুবার। গত বিশ্বকাপে গ্রুপপর্বে পাকিস্তান ৫ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে।
সবশেষ পাঁচবারের দেখায় চারটিতে হেরেছে কেন উইলিয়ামসনের দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড পেয়েছিল সবশেষ জয়ের স্বাদটি। যদিও ঘরের মাঠে কিউইরা ফাইনালে হেরে হয়েছিল রানার্সআপ।
পরিসংখ্যান বলছে, দু’দলের খেলায় আগে ব্যাট করে নিউজিল্যান্ড জিতেছে পাঁচ বার, পাকিস্তান নয় বার। রানতাড়া করেও জয়ের সংখ্যাটা পাকিস্তানের বেশি, মোট আট বার। বিপরীতে কিউইদের ছয় বার।
টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে দু’বার সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০০৭ সালে প্রথম আসরে পাকিস্তানের কাছে হেরে তাদের ফাইনালে খেলা হয়নি। এবার কিউইদের সামনে সেটার প্রতিশোধের সুযোগ!
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ :
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার,টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি ও লকি ফার্গুসন।