মেলবোর্নে মেসি-নেইমারের লড়াই

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২০ এপ্রিল ২০২২, ১৮:২২, আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১৮:২৬

 

মেলবোর্নে মেসি-নেইমারের লড়াই – ফাইল ছবি

ক্রিকেট মাঠ। তবে সেখানে হবে ফুটবলের লড়াই। তাও যেনতেন ফুটবলার নয়, সময়ের আলোচিত দুই ফুটবলার মেসি ও নেইমার। দলগতভাবে বললে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের লড়াই মানেই সুপার এল ক্লাসিকো। আর সেটা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ১১ জুনে এই মাঠে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচ। ২০১৭ সালের জুনেও এই মাঠে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ৯৫ হাজারের বেশি দর্শকে ঠাসা স্টেডিয়ামে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে।

২০১৭ সালের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে ছিলেন না নেইমার। তবে খেলেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এবার ফুটবলের দুই মহাতারকার খেলাই উপভোগ করতে পারবেন মেলবোর্নের দর্শক। তা নিয়ে বেশ আগাম রোমাঞ্চিত ভিক্টোরিয়া রাজ্যের ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা।

তিনি বলেন, ওদের সাথে যে আলোচনা আমাদের হয়েছে, সেটি থেকেই আমরা আশা করছি যে মেসি ও নেইমারের মতো তারকারা থাকবেন এখানে। শতভাগ নিশ্চয়ত তো দিতে পারি না, তবে আমাদেরকে বলা হয়েছে যে বিশ্বকাপের আগে তাদের জন্য প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হবে এটি।