- by নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সেই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুখে-দুঃখে আমরা মানুষের পাশে থাকতে চাই। আমাদের সামার্থ্যরে মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে যাবো। নতুন বছরে এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যুক্ত হয়ে এসব মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমির সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। একইসাথে এটা সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী। এই মাহেন্দ্রক্ষণে সর্বোচ্চ আত্মত্যাগে আমরা প্রস্তুত।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেছেন, চলতি শীতে এখন পর্যন্ত আমরা ১ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। অনেককে চিকিৎসাসেবা দিয়েছি। এমনকি সেবাবাহিনীর পক্ষ থেকে গবাদি পশুকেও চিকিৎসা দেওয়া হয়েছে। এই মানবিক কার্যক্রমগুলো আমরা জারি রাখতে চাই। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।