সূচকের উত্থান দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে

logo

নয়া দিগন্ত অনলাইন
পুঁজিবাজারের সূচক
পুঁজিবাজারের সূচক |সংগৃহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে। এদিন দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২ পয়েন্ট করে।

দিনের শুরুতেই দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের। ২৮১ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ১৮০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট।

প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া ৯৯টি কোম্পানির মধ্যে ৬৫টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৬টির এবং অপরিবর্তিত আছে আটটির। দিনের শুরুতে চট্টগ্রামে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here