সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ফর্মুলা দেবে জাতীয় পার্টি

বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাই বিকল্প হিসেবে নিরপেক্ষ সরকার নয়, সংবিধানের অধীনেই সুষ্ঠু নির্বাচনের ফর্মুলা দেবে দলটি। আজ বুধবার  এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

বিবৃতিতে জি এম কাদের বলেন, আগামী নির্বাচন ঘিরে যে তৎপরতা দেখাচ্ছেন মার্কিনীরা তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। জাতীয় নির্বাচন এগিয়ে আসার সঙ্গে স্পষ্ট হচ্ছে বিভিন্ন দলের অবস্থান। সরকার পতনের দাবিতে আন্দোলন করছে বিএনপি, শামিল হচ্ছে তাদের সমমনারাও। জাতীয় পার্টি মনে করে বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে নিরপেক্ষ সরকার নয়, সংবিধানের অধীনেই সুষ্ঠু নির্বাচনের ফর্মুলা দেবে দল।

জি এম কাদের বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি নেই। সংবিধানের মধ্যে একটু পরিবর্তন করে এবং সরকারি দল যদি কিছুটা ছাড় দিতে চায় তাহলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি সম্ভব। আমাদের এই ধরনের একটা প্রস্তাবও আছে তবে এখন তা ঘোষণা করছি না। যদি আলাপ-আলোচনার টেবিলে কখনও বসার সুযোগ হয় তাহলে আমরা আমাদের প্রস্তাবটি দেব।

জি এম কাদের আরও বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভূমিকাকে হস্তক্ষেপ মনে করছি না।