- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মে ২০২২, ১৭:৩৪
গ্রুপ পর্ব থেকেই রিয়ালের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। তবে ধীরে ধীরে পাল্টে যায় দৃশ্য। নক আউট, কোয়ার্টার, সেমি এরপর ফাইনাল। ইংল্যান্ডের তিন প্রথিতযশা ক্লাবকে হারিয়ে ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ।
লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম ইউরোপসেরার তকমা গায়ে লেগেছে করিম বেনজেমাদের। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে উৎসবে ভাসছে লস ব্লাঙ্কসরা।
প্যারিসে লিভারপুল বধের পর নিজ দেশে ফিরেছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। বড় শিরোপা জয়ের পর মাদ্রিদের সিবেলেস স্কয়ারে ট্রফি নিয়ে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়াটা রিয়াল মাদ্রিদের ঐতিহ্য। এবারও তাই হলো। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে করিম বেনজেমাদের উল্লাসের সাথে একাত্ম হলো ভক্ত-সমর্থকরাও।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসর জুড়ে নাটকীয়-অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লেখার পর প্যারিসে শেষ হাসি হাসে রিয়াল। দুর্দান্ত খেললেও রানার্স আপ লিভারপুল। থিবো কোর্তোয়ার দুর্দান্ত সব সেভের কারণে রিয়াল পায় উৎসবের সুযোগ। মাঠের উৎসবের পর এবার ঘরের উৎসব।
‘সিবেলেস ফোয়ারা’-এর ধারে জড়ো হয় মার্সেলো-বেনজেমা-ভিনিসিউস-মদ্রিচরা। উড়ল রিয়াল মাদ্রিদের বিজয়কেতন। পরে প্রিয় আঙিনা সান্তিয়াগো বার্নাব্যুতে হয় আরেক দফা উদযাপন।
এবার লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সেই হিসেবে এবারের মৌসুমটা বেশ খরা গেল রিয়ালের চিরপ্রতিপক্ষ বার্সেলোনার।