আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই লিভারপুলকে জেতালেন মোহাম্মদ সালাহ। ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে অলরেডরা।
এনফিল্ডে অ্যাওয়ে ম্যাচে শুরুটা ভালোই করেছিল এভারটন। তবে ম্যাচের ৩৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে এভারটন। লুইস দিয়াজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অ্যাশলে ইয়ং। তবে এরপরও জমাটবদ্ধ রক্ষণে ক্লপের শিষ্যদের আটকে রেখেছিল তারা।
লিভারপুলকে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে তাদের এগিয়ে দেন সালাহ। এভারটনের ডি-বক্সে ডিফেন্ডার মাইকেল কিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় গোলটি তারা পেয়েছে যোগ করা সময়ের ৭ মিনিটে। এটিও করেছেন সালাহ।
এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল লিভারপুল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে আছে টটেনহাম। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি আছে চতুর্থ স্থানে।