- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২২, ১৭:০৮, আপডেট: ১৪ মে ২০২২, ২০:৫০
দল ঘোষণার সময় সাকিব ছিলেন স্কোয়াডে। তখন থেকেই তারকা এই অলরাউন্ডারকে ঘিরে শ্রীলঙ্কার পরিকল্পনার শুরু।
গত মঙ্গলবার করোনা আক্রান্তের খবর আসে সাকিবের। প্রতিপক্ষ শিবিরে এমন খবর স্বস্তি দিলেও পরিকল্পনায় তেমন পরিবর্তন আসেনি। পরে যখন জানা গেল, সাকিব খেলবেন, তখন লঙ্কান দলে সাকিবকে ঘিরে সেই পরিকল্পনা আরো জোড়ালো হয়েছে।
সাকিবের মতো একজনের খেলা নিয়ে টানাপোড়েন থাকা মানে প্রতিপক্ষের পরিকল্পনাও ব্যহত হওয়া। তবে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে বললেন, এই অলরাউন্ডারের জন্য প্রস্তুতি তাদের সবসময়ই ছিল।
তিনি বলেন, ‘প্রস্তুতি শুরুর সময় আমরা জানতাম যে, সাকিব খেলবে। তার জন্য পরিকল্পনা তাই সবসময়ই ছিল। সে তাদের সেরা অলরাউন্ডার, তাকে নিয়ে পরিকল্পনা তো রাখতেই হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব এবং দেখব কেমন হয়।’
বৃষ্টির কারণে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ভেসে গেছে। লঙ্কান দলের প্রস্তুতি নিয়ে করুনারত্নে বলেন, ‘শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহের প্রস্তুতি নিয়েছি আমরা। দুই দেশের কন্ডিশন প্রায় একই। তাই প্রস্তুতি ম্যাচ খুব বড় কোনো পার্থক্য গড়বে বলে আমার মনে হয় না। অনুশীলন যথেষ্ট হয়েছে আমাদের। আজকে খুব ভালো সেশন হয়েছে, আগামীকালও আছে অনুশীলন। ছেলেরা তাই টেস্টের জন্য ভালোভাবেই প্রস্তুত।’
আর্থিক সংকটে শ্রীলঙ্কায় এখন চলছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। করুনারত্নে অবশ্য বললেন, ক্রিকেটের বাইরের ভাবনা তার নেই।
তিনি বলেন, ‘সবাই জানে দেশে কী হচ্ছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে এবং এটাই আমাদের ভাবনার একমাত্র জায়গা। আমরা একমাত্র যেটা পারি, তা হলো দেশের মানুষকে ভালো ফল উপহার দেয়া।’