- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মে ২০২৩, ০৯:৫২
বিশ্বকাপ যত কাছে আসছে, দল নিয়ে আলোচনা ততই যেন বেড়ে চলছে। জল্পনা-কল্পনার শেষ নেই এই নিয়ে। কাকে রেখে কাকে চাই, মাহমুদউল্লাহ পাবেন তো ঠাঁই! অভিজ্ঞতা নাকি তারুণ্য, কারা পাবেন প্রাধান্য? জাতীয় প্রশ্ন তা এখন ক্রিকেট পাড়ায়। এমনই এক প্রশ্নের জবাবে রসিকতা করে বসলেন বিসিবি সভাপতি।
মিরপুরে গতকাল (বৃহস্পতিবার) বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের এক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন করা হলে, মজার ছলে সাংবাদিকদের কাছেই স্কোয়াড চেয়ে বসেন তিনি।
তিনি বলেন, ‘এখানে যারা আছেন ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই আমার চেয়ে বেশি জানেন। চিন্তা করছি আপনাদের কাছেই নাম চাইব যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কি বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন, কিংবা কাকে খেলানো উচিত।’
তবে এরপর দল গঠন নিয়ে স্পষ্ট একটা ধারণাই দেন বিসিবি সভাপতি। বিশ্বকাপ দলে যে কিছু পরিবর্তন আসছে, তাও বুঝা যায় তার বক্তব্য থেকে। বিশেষ করে বিকল্প একজন ওপেনার রাখার পরিকল্পনা আছে বোর্ডের, যেখানে চাহিদার শীর্ষে বিজয় ও নাইম শেখ। পরিকল্পনা আছে আফিফ-মাহমুদুল্লাহ, মোসাদ্দেককে নিয়েও।
বিকল্প ওপেনার রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে পাপন বলেন, ‘ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে। তারা আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিল। আমার ধারণা ওপেনিংয়ে আরো একজনকে তারা নিবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’
বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে আলোচিত বিষয় দলের সাত নম্বর পজিশন। যে পজিশনের জন্য লড়াইয়ে আছেন বেশ কয়েকজন। এই নিয়ে পাপনের মন্তব্য, ‘এখন স্কোয়াডে আছে রাব্বি। যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক।’ এই সময় দলে একাধিক অলরাউন্ডার রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
পাপন বলেন, ‘যদি আমি একাদশে পাঁচ বোলার নিয়ে খেলি, কোনো কারণে একটা বোলার চোটে পড়লে তাহলে বলটা করবে কে? এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে আমি জানি না, আমার কথা বলছি।’