সরকার সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় : রিজভী

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  •  ২৩ মে ২০২৩, ২১:০৫
নারায়ণগঞ্জের পদযাত্রাপূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী। – ছবি : নয়া দিগন্ত

সরকার সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা কারো জীবন নিতে চাই না। কাউকে আঘাত করতে চাই না। আমরা আওয়ামী শাসনের অবসান চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’

মঙ্গলবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশ-র‌্যাব নিয়ন্ত্রণ করেন। তাদের সবাই ভয় পায়। তাদের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমরা সাচ্চা কর্মী, বিপ্লবী কর্মী। তারা পুলিশ সাথে নিয়ে হামলা করে। আমাদের হাতে তো অস্ত্র নেই, আমরা খালি হাতে আন্দোলন করি।’

রিভজী বলেন, ‘আজ (মঙ্গলবার) সারাদেশে পদযাত্রা হচ্ছে। আপনাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হচ্ছে। হাত-পা হারাচ্ছে। আমাদের ওপর দুর্যোগ আসছে। লাখ লাখ মামলা। হাজার হাজার নেতাকর্মী কারাগারে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়য়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।