বিরোধী দলগুলোর মহাসমাবেশ ঘিরে ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে উস্কানি ও আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, কোনো হুমকিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশের গণস্রোত থামানো যাবে না।
গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা আরও বলেন, সরকারি দলের নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা হারিয়ে লাঠিসোটা ও লগি-বৈঠা নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। এসব করে লাভ হবে না। অবিলম্বে পদত্যাগ করে সংকট উত্তরণে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসুন।
রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
সূত্র : সমকাল