সরকারের আচরণে মানুষ রাজনীতি নিয়ে ভীত সন্ত্রস্ত : নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান – ছবি : সংগৃহীত


রাজনীতির নামে সরকারের ‘নোংরা আচরণ’ এবং ‘বিষোদগারের’ কারণে মানুষ রাজনীতি নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে বলে মনে করেন বিএনপি’র সিনিয়র নেতা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘রাজনীতির নামে এ ধরনের নোংরা বিষোদগার, নোংরা আচরণ মানুষকে রাজনীতি সম্পর্কে ভীত সন্ত্রস্ত করে তুলে। জনগণকে বিভ্রান্ত করতে সরকার এ অপচেষ্টা চালাচ্ছে।’

দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘কুৎসা রটনার’ প্রতিবাদে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল দিনের পর দিন জিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছেন। জনগণ তাদের কথা বিশ্বাস করে না। তাই জিয়া ও পরিবারের বিরুদ্ধে এ অপচেষ্টায় কোনো লাভ নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাম্প্রতিক সময়ে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি’র সিনিয়র নেতা বলেন, গত নয় মাসে এক হাজারেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন।

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা যে কাজ করছে তাতে আপনাদের লজ্জিত হওয়া উচিত। আগে নিজের ঘর সামলান, জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।’

জিয়াউর রহমানের সাথে ‘ইনডেমনিটি অধ্যাদেশের’ কোনো সংযোগ না থাকায় তাকে নিয়ে ‘কুৎসা রটনার’মঞ্চনাটক বন্ধের দাবি জানান তিনি।

সূত্র : ইউএনবি