- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০২০
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা যখন গণতন্ত্র চর্চা করতে বিজয় দিবস পালন করছি, তখন বিএনপি-জামায়াত, রাজাকারের অনুসারীরা দেশের গণতন্ত্রকে বিতর্ক করার চেষ্টায় লিপ্ত। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মকান্ডের প্রশংসা করে যুবলীগের সাবেক চেয়ারম্যান নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে ছিল। মহামারি করোনার সময় দেশে যখন লকডাউন শুরু হয়, তখন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতারা অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। মানুষ যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেই বিষয়ে সার্বক্ষণিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।
বিশেষ অতিথির বক্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আজকে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি আমরা। কোন ষড়যন্ত্র আমরা এই বাংলার মাটিতে হতে দিবো না। কোন অপশক্তি এই গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল।
সূত্র : বাসস