শ্রীলঙ্কায় নতুন ৪ মন্ত্রীর শপথ গ্রহণ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৪ এপ্রিল ২০২২, ১৮:৪৯

– ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রী হিসেবে চারজনকে সোমবার শপথ পড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দ্বীপ দেশটিতে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের পদত্যাগের কয়েক ঘণ্টা পর তারা শপথ নিলেন।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক বিচারমন্ত্রী আলি সাবরি নতুন অর্থমন্ত্রী, জিএল পিরিস পররাষ্ট্রমন্ত্রী, দিনেশ গুনাবর্দেনা শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো পরিবহনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ সরকার গঠনে রাজি হলে আগামী দিনে আরো মন্ত্রী শপথ নেবেন।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট, লোডশেডিং, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির সমাধানের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করছেন জনগণ।

দক্ষিণ এশিয়ার দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও তীব্র জ্বালানি সংকট নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে রোববার রাতে লঙ্কান মন্ত্রিসভা থেকে মন্ত্রীরা পদত্যাগ করেন।

সোমবার প্রেসিডেন্ট রাজাপাকসে চলমান সংকটের সমাধান খুঁজতে সব রাজনৈতিক দলকে সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : সিনহুয়া/ইউএনবি