শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ০৮:৩৬ এএম
Image not found

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্টার মিলান। যেখানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে ইনজাঘির শিষ্যরা।

মঙ্গলবার রাতে মিলানের সান সিরোয় কয়েকবার পাল্টা আক্রমণে ভীতি ছড়ানোর পর ২১তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় ইন্টার। বার্সেলোনা ডিফেন্ডারের থেকে বল পেয়ে ফেদেরিকো দিমার্কো পাস দেন ডেনজেল ডামফ্রিসকে। এই ডিফেন্ডার অন্য পাশে খুঁজে নেন চোট কাটিয়ে ফেরা লাউতারো মার্তিনেসকে। গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি আগেই এগিয়ে আসায় ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার।

এরপর ৪২তম মিনিটে পাউ কুবার্সির বাধায় লাউতারো মার্তিনেস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে ইন্টার। প্রথমে সাড়া না দিলেও পরে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনার খেলোয়াড়রা যদিও প্রতিবাদ জানাতে থাকেন। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান কালহানোগলু।

বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান কমায় বার্সেলোনা। বক্সের বাঁ দিক থেকে জেরার্দ মার্তিনের ক্রসে চমৎকার ভলিতে ঠিকানা খুঁজে নেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। ৬ মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। মার্তিনের ক্রসে বক্সে দারুণ হেডে বল জালে পাঠান ওলমো। ম্যাচে তখন ২-২ ও দুই লেগ মিলিয়ে ৫-৫ সমতা।

ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সে পেয়ে রাফিনিয়ার নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন সমের। তবে ফিরতি বল আবার পেয়ে যান ব্রাজিলিয়ান তারকা, এবার জোরাল শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

কিন্তু পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয়ভাবে ৩-৩ সমতা ফেরায় ইন্টার। রক্ষণের দুর্বলতায় গোলটি হজম করে বার্সেলোনা। বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন তাদের এক ডিফেন্ডার। ডান দিক থেকে ডামফ্রিসের পাসে কাছ থেকে জালে পাঠান ফ্রান্সেসকো আচের্বি।

আর অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ম্যাচের ৯৯তম মিনিটে ইন্টারকে ৪-৩ গোলে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাত্তেসি। বক্সে মেহদি তারেমির পাসে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

এই হারে মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনারও ইতি ঘটল। সম্প্রতি ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ী কাতালান দলটি লা লিগার শীর্ষে আছে, রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। আগামী শনিবার মুখোমুখি হবে এই দুই দল।

আগামী ৩১ মে মিউনিখে শিরোপা লড়াইয়ে পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে সিমোনে ইনজাগির দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here