- by খেলাধুলা প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টানা জিতে সিরিজ হাতের মুঠোয় নিয়েছে বাংলাদেশ। এরপরও হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে না লাল সবুজ শিবির। শেষ ম্যাচটাকেও সমান গুরুত্ব দিতে চায় দলটি। এমনটাই জানিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
প্রথম ম্যাচে প্রায় হারতে বসেছিল বাংলাদেশ। মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব’র অসাধারণ ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেতে লিটন কুমার দাস ও মুশফিকের ব্যাটিং শো-তে টাইগারদের জয় ৮৮ রানে।
সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আগামীকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। তার আগে সাংবাদিকদের মিরাজ বলেন, ‘সিরিজ জেতার চেয়ে ১০ পয়েন্ট গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সেরা আট দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি এটা খুব ভালো কথা। আমাদের পরবর্তী লক্ষ্য শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নেওয়া।’
‘সামনে হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি, তখন আমাদের জন্য বাকি পথটা সহজ হয়ে যাবে। আমরা এই বিষয়ে কোনো নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করবো। ১০ পয়েন্ট গুরুত্বপূর্ণ,’ যোগ করেন মিরাজ।