শুভ জন্মদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিঃসন্দেহে বেশ দুরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক। তাকে নিয়ে স্তুতিস্তবক গাইছেন অনেকেই । ভাবলাম আমি এই স্তুতিস্তবকের মধ্যেই সত্যটাও বলে ফেলি, যদিও তাতে তার এবং স্তুতিস্কবকদের কিছু যায় আসে না। সত্যটা হলো, তিনি জনগনের ভোট ডাকাতি করা এক রাজনীতিক। স্বাধীনতা আর স্বাধীকারের প্রতি তিনি এক মারাত্বক আঘাত। মানুষের গনতান্ত্রিক অধিকার হরণকারী। এবং তিনি নি:সন্দেহে একজন স্বৈরাচার।
তিনি দুর্নীতি অবলোকন করেন, কিন্তু ক্ষেত্র বিশেষে তিনি আইনের প্রয়োগ ভিন্ন করেন। সকলের জন্য সমান ‘আইন’ কে তিনি তার জন্য বাঁকা বানিয়েছেন । তার উন্নয়নের দর্শন ত্রুটিপুর্ন। কিন্তু তবুও তিনি নিজেকে কিছুটা বিকল্পহীন জায়গায় নিয়ে গেছেন । অন্তত কিছু মানুষের মনোজগতে এই ধারনা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন , যা গত ৪৭/৪৮ বছর অন্য কোন রাজনীতিকদের বেলাত হয়নি।
এসব কথাগুলো বলার পরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়, কোন রকম রাগ অনুরাগের উর্ধ্ব থেকে?
আচ্ছা , শুভ জন্মদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী 🙂
ছবি: নিহার সিদ্দীকী