- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ সেপ্টেম্বর ২০২১
নেপালে অনুষ্ঠেয় এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে শুক্রবার ভোরে ঢাকা ছাড়বেন তামিম ইকবাল। এভারেস্ট লিগে ভৈরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম।
গত এক মাস পুনর্বাসন প্রক্রিয়া মেনে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তামিম। এ কারণেই এভারেস্ট টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। যদিও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, এই লিগে খেলার পর তামিমের ফিটনেসের আসল অবস্থা বোঝা যাবে।
‘গত দুই-তিন ধরে ও প্রথমে স্কিল ট্রেইনিং শুরু করে। ব্যাটিং, ফিল্ডিং এবং ড্রিলস শুরু করে পরে। আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আরও কয়েকটা দিন সময় বাকি আছে। আমরা আশাবাদী, এভাবে যদি সে স্কিল ট্রেইনিং চালিয়ে যেতে পারে, তাহলে আসন্ন এভারেস্ট প্রিমিয়ার লিগে যে খেলার ব্যাপারে আশা প্রকাশ করেছে, সেটা সম্ভব হবে।’
এভারেস্ট টি-টোয়েন্টি লিগ তামিমের পুনর্বসান প্রক্রিয়ার অংশ। দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমাদের সাথে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা পুর্নবাসন প্রক্রিয়ার অংশ। এতে বোঝা যাবে স্কিল এবং অন্যান্য বিষয় কীভাবে মানিয়ে নিচ্ছে। এ খেলার ফিট থাকার ওপর ওপর নির্ভর করবে আমরা কী সিদ্ধান্ত নিব।’