- by খেলাধুলা প্রতিবেদক
পাকিস্তানের কাছে টি-২০ ও টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি নিয়ে বুধবার মাঝ রাতে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। মুমিনুল হকের নেতৃত্বে ১৮ সদস্যের টেস্ট দল উড়াল দিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশে। দুবাই হয়ে অকল্যান্ডে যাচ্ছেন ক্রিকেটাররা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, শুক্রবার ভোর পৌনে ৫টায় অকল্যান্ডে পৌঁছে যাবে বাংলাদেশ দল। তখন স্থানীয় সময় হবে ১০ ডিসেম্বর সকাল পৌনে ১২টা।
অকল্যান্ডে নেমেই চারদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। তারপর কোয়ারেন্টাইন সেন্টারে থেকেই চলবে দলের অনুশীলন। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। সাকিব আল হাসানের পরিবর্তে শেষ মুহূর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফর্ম করায় সুযোগ পেলেন তিনি।
নিউজিল্যান্ড সফর থেকেই দুই বছরের চুক্তিতে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ শুরু করবেন রঙ্গনা হেরাথ। অকল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন এ লঙ্কান কিংবদন্তি।