Site icon The Bangladesh Chronicle

শুক্রবার ভোরে অকল্যান্ড নামবে বাংলাদেশ দল

পাকিস্তানের কাছে টি-২০ ও টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি নিয়ে বুধবার মাঝ রাতে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। মুমিনুল হকের নেতৃত্বে ১৮ সদস্যের টেস্ট দল উড়াল দিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশে। দুবাই হয়ে অকল্যান্ডে যাচ্ছেন ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডে বাংলাদেশ দল, ফাইল ছবি

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, শুক্রবার ভোর পৌনে ৫টায় অকল্যান্ডে পৌঁছে যাবে বাংলাদেশ দল। তখন স্থানীয় সময় হবে ১০ ডিসেম্বর সকাল পৌনে ১২টা।

 

নিউজিল্যান্ডে বাংলাদেশ দল, ফাইল ছবি

আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। সাকিব আল হাসানের পরিবর্তে শেষ মুহূর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। জাতীয় ক্রিকেট লিগে ভালো পারফর্ম করায় সুযোগ পেলেন তিনি।

Exit mobile version