শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড নয় : হাসনাত আব্দুল্লাহ

নয়া দিগন্ত অনলাইন
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ |ইন্টারনেট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছাড়া অন্য কোনো সড়ক বা সারাদেশের অন্য কোনো হাইওয়ে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এই আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

একই সাথে তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে।

এছাড়া, সারাদেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

ছাত্র-জনতার তিন দফা দাবিগুলো হলো-

১) আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩) জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here