- ২৪ ডেস্ক
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।
আন্দালিব রহমান পার্থ ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন
মঙ্গলবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে সময় তাকে আটকানো হয়।
ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন সম্পন্ন হওয়ার পর তিনি ইমিগ্রেশনে গেলে সেখানেই তাকে থামিয়ে দেওয়া হয়।
তবে কী কারণে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো, সে বিষয়ে ইমিগ্রেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শেখ শাইরা শারমিন বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একটি পরিবারের সদস্য হিসেবে পরিচয়। তিনি শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।
শেখ হেলাল উদ্দীন নিজেও বাগেরহাট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী শেখ শাইরা শারমিনের এভাবে বিদেশ যাত্রা আটকে দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারি কোনো সংস্থা কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি।