শতভাগ ফিট সাকিবকেই চান ডমিঙ্গো

সাকিব আল হাসান – ফাইল ছবি

সাকিব করোনামুক্ত। এমন খবরে স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও ১৫ মে থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত না। যদিও শুক্রবারই চট্টগ্রামে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তারকা এই অলরাউন্ডারের।

করোনামুক্ত হলেও টেস্ট খেলার জন্য কতটা ফিট সাকিব? ওয়ানডে হলে এক দিনের ব্যাপার। কিন্তু টেস্ট পাঁচ দিনের। তাই সাকিব শতভাগ ফিট হলে খেলতে পারেন, এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে অবশ্য, সাকিব ইচ্ছা করলেই খেলতে পারেন। এই স্বাধীনতা তার আছে।

যদিও ‘সাকিব নেই’ ধরে নিয়েই প্রথম টেস্ট খেলার পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবার তার জন্য অপেক্ষাও করা হচ্ছে। সাকিবের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৪ মে পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। এর আগে সাকিবের সুস্থতার ব্যাপারটি নিশ্চিত হবে টিম ম্যানেজমেন্ট। এরপর বিসিবির মেডিক্যাল দলের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য পুরো ফিট সাকিবকে দলে চান। তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবেই তার ফিটনেস পরীক্ষা করতে হবে। কোভিড থেকে সেরে উঠেছে মাত্র এবং খুব বেশি ক্রিকেট কিন্তু খেলেনি। ও অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড়, যে দলের ভারসাম্য নিয়ে আসে। তাকে আগামীকাল আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।’

তিনি আরো বলেন, ‘যেকোনো দিনে যে কেউ পুরো ফিট সাকিবকে তার দলে পেতে চাইবে। ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফর্ম করার সুযোগ দেয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে। টেস্ট ক্রিকেট কঠিন। খেলা এবং অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে খেলা আরো কঠিন। এর ওপর কোভিড থেকে সেরে উঠেছে। আমারো কোভিড হয়েছে, আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এবং শরীরে শক্তি পাওয়া যায় না।’

শেষ পর্যন্ত সাকিব না খেললে তার পরিবর্তে কে থাকবেন। তা নিশ্চিত নয় এখনো। তবে ডমিঙ্গো জানান, ‘বোলিং করতে পারে এমন কাউকে আমাদের বিবেচনা করতে হবে। এটা আমাদের জন্যও চ্যালেঞ্জিং। যেমন আমাদের ইয়াসির আলী রাব্বী আছে। যে কিনা দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ১৫-২০ ওভার বোলিং করতে পারে।’