লোডশেডিং নিয়ে ফেসবুকে বিএনপির ট্রল!

Dhaka Post

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন ২০২৩, ০১:১৪ পিএম

লোডশেডিং নিয়ে ফেসবুকে বিএনপির ট্রল!

জ্বালানি সংকটে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আবারও ভোগান্তিতে সাধারণ মানুষ। লোডশেডিংয়ের জন্য সরকারের সমালোচনা করে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রতীকী ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট দিচ্ছে বিএনপি।

সোমবার (৫ জুন) বিএনপির অফিসিয়াল দুটি ফেসবুকে পেজে দেখা যায়, লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনা করে হারিকেন ও মোমবাতির ছবি আপলোড করা হয়েছে।

মোমবাতির ছবি দিয়ে আপলোড করা ছবির শিরোনামে লেখা হয়েছে- ‘হাসিনা সরকারের উন্নতি সন্ধ্যায় পর মোমবাতি।’

আর হারিকেনের ছবি দিয়ে করা পোস্টে লেখা ছিল, ‘হারিকেন নিজেও ভাবেনি এই শতভাগ বিদ্যুতের যুগে সে আবার তার ভরা যৌবন ফিরে পাবে!’

এছাড়া আরেকটি ইংরেজি দৈনিকের বিদ্যুৎ নিয়ে প্রকাশিত রিপোর্টের হারিকেন কাটুনের ছবি পোস্ট করা হয় বিএনপির ফেসবুক পেজ থেকে।