- নয়া দিগন্ত অনলাইন
- ২১ আগস্ট ২০২২, ২২:৩৬
ইপিএলের তৃতীয় রাউন্ডে লিডস ইউনাইটেডের কাছে লজ্জাজনকভাবে হারলো চেলসি। লিডস নিজেদের ঘরের মাঠে ভালোই নাকাল করলো চেলসিকে, ৩-০ গোলের ব্যবধানে হারলো ব্লুজরা।
রোববারের আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে শুরুতে অবশ্য গোল পায় চেলসি, ১৪ মিনিটের মাথায় রাহিম স্টার্লিংয়ের সেই গোল অফসাইডে বাতিল হয়। ১৯ মিনিটে চান্স পেয়েও গোল করতে বর্থ্য হয় লিডস, এক মিনিট পর পাল্টা আক্রমণে মাউন্টের দুর্বল শট ঠেকিয়ে দেন লিডস গোলকিপার মেসিলার।
পরে ৩৩ মিনিটের মাথায় চেলসি গোলকিপার মেন্ডির শিশুতোষ ভুলে প্রথম গোল হজম করে চেলসি, মেন্ডির কাছ থেকে বল কেড়ে নিয়ে ট্যাপ ইনে গোল করে লিডসকে ১-০ গোলে লিড এনে দেন ব্রেন্ডেন অ্যারনসন।
৪ মিনিট পর হ্যারিসনের ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিডস।
দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে জেমসের বাড়িয়ে দেয়া ক্রস রদ্রিগোর পুরো কন্ট্রোল না করতে পারলেও তার পাস থেকে ব্যবধান ৩-০ করেন হ্যারিসন। দু’মিনিট পরই সহজ সুযোগ মিস করে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন রদ্রিগো।
৮৪ মিনিটে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে চেলসির, দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সেন্টার-ব্যাক কুলিবালিকে। শেষ পর্যন্ত এই ৩-০ ব্যবধানে হারের হতাশ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে।