লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী তরুণ নিহত

 আমার দেশ
 প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২

আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

সীমান্তে ভারতীয় হানাদার বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে আরো এক বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। নিহত বাংলাদেশী নাগরিকের নাম শাহাদাত হোসেন (২৮)।

বৃহস্পতিবার দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিওপি ক্যাম্প কমান্ডার লিয়াকত হোসেন বাবুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহাদাত উপজেলার আউলিয়ার-হাট এলাকার ইদ্রিস আলীর ছেলে। ভোর ৫টার দিকে জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

বিওপি ক্যাম্প কমান্ডার লিয়াকত হোসেন বাবুল জানান, গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। তাঁর সাথে থাকা অন্য বাংলাদেশীরা প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে খবরটা জানায়।

গুলি করে বাংলাদেশী তরুণকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই সদস্য।