অভিষেকটা রাঙাতে পারলেন না জাভি আলোনসো। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচটায় জিততে পারেননি তিনি। ক্লাব বিশ্বকাপের ম্যাচে লস ব্লাঙ্কোজদের রুখে দিয়েছে আল হিলাল।
ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে আসরের শুরুটা ভালো হয়নি। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ১-১ গোলে ড্র করেছে আল হিলালের সাথে।
ইউরোপীয় ফুটবলের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের তারকাসমৃদ্ধ দলের বিপক্ষে আত্মবিশ্বাসী শুরু করে আল হিলাল। লস ব্লাঙ্কোজদের রীতিমতো কাঁপিয়ে দেয় তারা।
প্রথম বিশ মিনিটে দম ফেলার ফুসরত দেয়নি রিয়াল রক্ষণকে। এগিয়ে যাবার সুযোগ মেলে দ্বিতীয় মিনিটেই, কিন্তু মিলিনকোভিচ-সাভিচের বুলেট গতির শট ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।
প্রথম ১০ মিনিটের মাঝেই আরো পাঁচটি শট নেয় আল হিলাল। দশম মিনিটে মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। চলতে থাকে আক্রমণ।
১৯তম মিনিটে রিয়ালের জালে বলও পাঠায় সৌদি ক্লাবটি। কিন্তু গোল আসেনি, কিঞ্চিৎ ব্যবধানে রেনান লোদি অফসাইডে থাকায় বেঁচে যায় সাবেক চ্যাম্পিয়নরা।
রক্ষণ সামলাতে ব্যস্ত রিয়াল তেমন কোনো আক্রমণ করতে পারেনি প্রথম ৩০ মিনিটে। ৩২ মিনিটে রদ্রিগো একটি শট নিলেও তা ক্রসবার ঘেঁষে বের হয়ে যায়। তবে অপেক্ষা বাড়েনি, গোল আসে পরের মিনিটেই।
রদ্রিগোর দারুণ এক পাস পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া। তবে এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪১ মিনিটেই সমতায় ফেরে আল হিলাল, পেয়ে যায় জালের দেখা।
গোল আসে পেনাল্টি থেকে। আল হিলালের আরো একটা আক্রমণ রুখতে গিয়ে ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। সুযোগ পেয়ে সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস।
বিরতির আগে এগিয়ে যাবার সুযোগও আসে হিলালের সামনে, তবে সালেম আল দাওসারির বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। সমতা নিয়েই দুই দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। এবার তারা পরিকল্পনা মাফিক খেলতে থাকে, আক্রমণেও ওঠে আসে। প্রথম মিনিটেই গোল এনে দিতে পারতেন আর্দা গিলের, তবে তার শট ক্রসবারে বাধা পায়।
পরক্ষণেই গন্সালো গার্সিয়ার কাছ থেকে হেড গোললাইনে ঠেকিয়ে দেন ইয়াসিন বোনো। বেঁচে যায় হিলাল। এরপর আরো বেশ কয়েকটা সুযোগ তৈরি করে রিয়াল। তবে কাঙ্ক্ষিত গোল আসেনি।
৮৭ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় রিয়াল। খুলে যায় জয়ের রাস্তা। আল হিলালের ডি-বক্সে ফ্রান গার্সিয়া ফাউলের শিকার হলে আসে এই সুযোগ। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল।
ভিনিসিউস-রদ্রিগো-বেলিংহ্যামদের আগেভাগে কোচ তুলে নেওয়ায়, পেনাল্টি নিতে আসেন ভালভার্দে; তার দুর্বল শট ঝাঁপিয়ে আটকে দেন বোনো। তাতে শেষ হয় রিয়ালের জয়ের আশা।
এদিকে এই ম্যাচ দিয়েই রিয়ালের ডাগ আউটে অভিষেক হয় জাভি আলোনসোর। লেভারকুজেনের হয়ে ইতিহাস গড়া এই কোচের অভিষেকটা অবশ্য স্মরণীয় হলো না। বাড়লো প্রথম জয়ের অপেক্ষা।