- অনলাইন প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে রাজধানীর ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. ফয়সাল আহমেদ সোহেল, তিতুমীর কলেজের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. ওমর সানি, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রুমি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সাগর বাবু, মহানগর পূর্বের যুগ্ম আহবায়ক রুবেল আদিব, মহানগর দক্ষিণের সদস্য শহিদুল ইসলাম রাজু, ছাত্রনেতা শাহারিয়ার হোসেন সুমন, রিয়াদ, আল আমিন, ফয়সাল, রোমান, সোহান, ঈসমাইলসহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, রোববার সন্ধায় ঢাকা মহানগর পশ্চিমের রূপনগর থানা ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগ ও যুবলীগ যৌথ হামলা চালায়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ করে। এসময় তারা পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই জনকে গ্রেফতার করে। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আহত হয়।