ইসিবির বিবৃতিতে শুধু রয়ের শাস্তির বিস্তারিত বর্ণনা আছে, অপরাধের নয়। বিবৃতিতে বলা হয়েছে, সব রকম সাক্ষ্য–প্রমাণ উপস্থিত থাকা অবস্থায় ডিসিপ্লিনারি শুনানির পর রয়কে দুই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য বিবেচ্য হবেন, পরের এমন দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। তবে আগামী ১২ মাস তাঁর সদাচরণের ওপর ভিত্তি করে থাকবে স্থগিত নিষেধাজ্ঞা।
অবশ্য জরিমানাটা দ্রুতই দিয়ে দিতে হবে রয়কে। ৩১ মার্চের মধ্যেই ২ হাজার ৫০০ পাউন্ড দিতে হবে। আপাতত মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রয়।
২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলার কথা ছিল রয়ের। তবে ২ কোটি রুপির চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কারণ হিসেবে পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর কথা বলেছিলেন। এর আগে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন রয়।
৩০ জানুয়ারি ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন রয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে।
আপাতত নিজ কাউন্টি সারের হয়েও খেলবেন না রয়। সারে জানিয়েছে, খেলা থেকে সংক্ষিপ্ত কিন্তু অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন তিনি।