রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা
- আশরাফ আলী ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪২
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া পার্টির মহাসচিব হিসেবে থাকছেন মশিউর রহমান রাঙ্গাঁ। আর সদ্যপরলোকগত হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান হিসেবে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেগম রওশন এরশাদের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ ঘোষণা দেন।
এসময় জাতীয় পার্টির ১৫জন প্রেসিডেয়াম সদস্য ও এমপি উপস্থিত ছিলেন। তারা হলেন, মজিবুল হক চন্নু এমপি, ফখরুল ইমাম এমপি. সেলিম ওসমান এমপি, ফয়সাল চিশতি, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর খালেদ আক্তার, গোলাম কিবলিয়া টিপু এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, আব্দুস সবুর, সফিকুল ইসলাম সেন্টু, নরুল ইসলাম সাবেক এমপি, নরুল ইসলাম নরু (ভাইস চেয়ারম্যান) প্রমুখ।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হলো। গঠনন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের অবর্তমানে কো-চেয়ারম্যান সর্বোচ্চ পদে যাবেন। রওশন এরশাদ হলেন দলের প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ছিলেন। ওই হিসেবে রওশন এরশাদই দলের মূল দায়িত্বে থাকবেন।