যে কারণে ছাঁটাই হলেন ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো তিন কোচ

logo
স্পোর্টস ডেস্ক

(১ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০২ অপরাহ্ন

mzamin

facebook sharing button

অভিযোগের তীর ওঠে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফ্রিতে। সিরিজের মাঝপথে গিয়ে শোনা যায়, ভারতের ড্রেসিংরুমের খবর বাইরে প্রকাশিত হচ্ছে। সেই ঘটনায় এসেছে নতুন মোড়। ভারতের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ড্রেসিংরুমের কথা বাইরে প্রকাশের সেই অভিযোগে ছাটাই হয়েছেন দলের তিন কোচ। ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর দুই মাসের মধ্যেই চাকরি হারালেন প্রধান কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ ও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাই।
অস্ট্রেলিয়া সফরে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি হারে ভারত। সেই হারের কারণ হিসেবে উঠে এসেছে এই তিনজনের ব্যর্থতার কথা। যদিও ভারতীয়দের ব্যর্থতাকে এই তিন কোচের ছাটাই হবার মূল কারণ হিসেবে মানতে নারাজ অনেকেই। এই কোচিং প্যানেলই তো ক’দিন আগে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল। তাই গৌতম গম্ভীরকে রেখে তাদের ছাটাই করার পেছনের কারণ হিসেবে শৃঙ্খলাজনিত কারণকেই বড় করে দেখা হচ্ছে। দলের দায়িত্ব পাবার পর কলকাতা নাইট রাইডার্স থেকে অভিষেককে নিয়ে আসেন গম্ভীর। তার শর্তেই রাজি হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ড্রেসিংরুমে বেশ জনপ্রিয় ছিলেন টি দিলীপ। তিনিই একমাত্র সদস্য যিনি রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরের প্যানেলেও ছিলেন। তার ফিল্ডিং করানোর অনুশীলন প্রশংসা কুড়িয়েছে অনেক। ভারতের ম্যাচগুলোতে আলাদা করে সেরা ফিল্ডার বেছে নিয়ে পুরস্কৃত করার রীতি চালু করেন দিলীপই। তাই পারফর্মেন্সের কথা বলা হলেও শৃঙ্খলাজনিত কারণেই তার চাকরি যাবার সম্ভাবনা প্রবল। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আপাতত ফিল্ডিং কোচ আর একজন সহকারী কোচের দায়িত্ব পেতে পারেন রায়ান টেন ডেসকাট। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহমের জায়গায় আসতে পারেন বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত থাকা আদ্রিয়ান লে রুস। অভিষেক ও দিলীপের পরিবর্তে কারও নাম এখনও ঘোষণা হয়নি।

মূলত এসবের শুরু ভারতের অস্ট্রেলিয়া সফরের মেলবোর্ন টেস্টে। ড্রেসিংরুমে গৌতম গম্ভীর কাকে কী বলে ধমক দেন, তা ফাঁস হয়ে যায় গণমাধ্যমে। যদিও বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here