today-is-a-good-day
Saturday, April 27, 2024

যেভাবে করোনা রোগী বাড়ছে গোটা ঢাকা শহর হাসপাতাল বানালেও রাখার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

|


প্রতিদিন ৫০০ থেকে এক হাজার রোগী হাসপাতালে ভর্তি হতে থাকলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল বানানো হলেও রুগী রাখার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বিপিএমসিএ ভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, সংক্রমণ কমে গেলে হাসপাতালে চাপও কমে যাবে। সময়মত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, করোনার বিস্তার রোধে দেশের ৬০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। জনগণকে উৎসাহিত করার পাশাপাশি করোনার ভ্যাকসিন নিশ্চিতে সরকারকে কাজ করতে হবে।

1 COMMENT

  1. We do not expect a demoralizing and frustrating report from the health minister. he is expected to tell us how best the government is trying to face the crisis. Vaccination of everyone is the remedy. how much recently is vaccinated? what is daily progress? Can it progress faster than the spread of Covid. That is what we desire. It must be achieved.

Comments are closed.