২৬ ডিসেম্বর ২০২২
নিজস্ব প্রতিনিধি
যুগপৎ আন্দোলন কর্মসূচিকে সমন্বয় করতে অন্যান্য বিএনপি’র পক্ষ থেকে লিয়াজো কমিটিতে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ্ প্রিন্স।
অন্যান্য রাজনৈতিক দল গুলোর কর্মসূচি সমন্বয়ের জন্য লিয়াজো কমিটিতে বিএনপি’র প্রতিনিধিত্বকারী সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু এবং যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ডিসেম্বর গণমিছিলের মাধ্যমে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছে। ২৪ ডিসেম্বর যুগপৎ কর্মসূচিতে জেলায় জেলায় পুলিশ বাধা দিয়েছে এবং পঞ্চগড়ে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। বিভিন্ন জেলায় গণমিছিল থেকে রাজনৈতিক কর্মীদের আটক করে নিয়ে গেছে পুলিশ।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় যুগপৎ কর্মসূচি পালন করবে রাজনৈতিক দল গুলো।