‘যুক্তরাষ্ট্র গণমাধ্যমের ওপর বিধি-নিষেধের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে’

 

  • কূটনৈতিক প্রতিবেদক   ১৩ মে ২০২৩

‘যুক্তরাষ্ট্র গণমাধ্যমের ওপর বিধি-নিষেধের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে’ – ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র গণমাধ্যমের ওপর বিধি-নিষেধের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।

শুক্রবার নাগরিক সমাজের সাথে মতবিনিময়ের সময় তিনি এই অভিমত প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিক সমাজ ও গণমাধ্যমের ওপর বিধি-নিষেধ নিয়ে সংশ্লিষ্টদের উদ্বেগকে গুরুত্বের সাথে নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে জনগণের অবাধে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পশ্চিমা দেশটি কাজ করে যাবে।

ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দু’দিনের এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দোকার মাসুদুল আলমের সাথে মধ্যাহ্নভোজে মিলিত হন আফরিন আখতার। এ সময় তারা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায়, সুষ্ঠু-অবাধ নির্বাচন ও মানবাধিকারের গুরুত্ব এবং রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন নিয়ে আলোচনা করেন।

গত নভেম্বরে আফরিন আক্তার বাংলাদেশ সফর করেছিলেন। ওই সময় তিনি বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মাওলা এতে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের মন্ত্রী অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এ সম্পর্কে রাজনৈতিক নেতৃবৃন্দের মনোভাব জানতে চেয়েছিলেন।

আফরিন আক্তার শুক্রবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করেছেন। এ সংক্রান্ত এক প্রতিক্রিয়া তিনি বলেছেন, মুক্তি ও গণতন্ত্রের জন্য বাংলাদেশের লড়াই সম্পর্কে জানার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। মুক্তিযুদ্ধ যাদুঘর এসব চেতনার পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের অভিজ্ঞতা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশের মানুষের সহনশীলতা খুবই জোরালো এবং অনুপ্রোরণামূলক।

ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্পৃক্ততা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান শুক্রবার ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তৃতা দিয়েছেন। এতে তিনি আরো শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ঝুঁকিসহিষ্ণু ভারত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন।

শেরম্যান বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে আরো সম্পৃক্ততা বাড়াতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। কারণ এ অঞ্চলটি অমিত সম্ভাবনাময়। এর পূর্ণ সম্ভাবনা বিকাশে আমাদের সকলের একত্র হওয়া আবশ্যক। আমরা যখন যৌথ চ্যালেঞ্জ মোকাবেলার পদক্ষেপ নিচ্ছি তখন আমরা অন্যদের কথাও শুনব।