ঢাকা
যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। এতে ব্যয় হবে ৫৭৪ কোটি ৬৬ লাখ টাকা। আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশটি থেকে এই এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এম এস এক্সিলারেট এনার্জি এলপি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। আমদানি করবে পেট্রোবাংলা।
এর আগে গত ৩ মে অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও যুক্তরাষ্ট্র থেকে ৫১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। তখন দাম একটু কম ছিল।
এরও আগে চলতি বছরের ২৩ মার্চ অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকেও যুক্তরাষ্ট্রের একই কোম্পানি থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। তখন দাম আরেকটু বেশি ছিল, প্রতি কার্গো ৫৭৮ কোটি ৬৫ লাখ টাকা।
চলতি বছরের আগে পেট্রোবাংলা খোলাবাজার থেকে সর্বশেষ এলএনজি কিনেছিল গত বছরের মে মাসে। তখন প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ২৬ ডলার ৪ সেন্ট। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম এখন ১০ ডলার কমেছে।
গ্যাস–সংকট বিবেচনায় ২০১৮ সালের ২৫ এপ্রিল এলএনজি আমদানি শুরু করে সরকার। খোলাবাজার থেকে এলএনজি আমদানির জন্য ২০১৯ সালে সরকার একটি পরিকল্পনাও প্রণয়ন করে। এর অংশ হিসেবে ২০২১ সালে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দুবাইয়ের চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়।