- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ অক্টোবর ২০২২, ১৯:১৭
শুক্রবার রাতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে। রাত ১১টা ৫৫ মিনিটে সিংগাপুর এয়ার লাইন্সের এক ফ্লাইটে দেশ ছাড়েন আফিফ-সোহানরা। লক্ষ্য মুলত. অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ডে।
নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে একটি ত্রি-দেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সাথে স্বাগতিক নিউজিল্যান্ডসহ খেলবে পাকিস্তান। আগামী ৭ তারিখ হ্যাংলি ওভালে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই সিরিজের।
সিরিজ উপলক্ষে বাংলাদেশ দল দু’দিন আগেই নিউজিল্যান্ডে পৌঁছে গেলেও দলের সাথে এখনো যুক্ত হননি দলটির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আজ দলের সাথে যুক্ত হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে সাকিব যুক্ত হবেন প্রথম ম্যাচের আগের দিন। অর্থাৎ ৬ তারিখ নুরুল হাসান সোহান থেকে নেতৃত্ব বুঝে নিবেন সাকিব।
এর আগে আরব আমিরাত সফরেও দলের সাথে ছিলেন না এই অলরাউন্ডার। যদিও বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়ে সিরিজ নির্ধারণ হবার আগেই পাঠায় সিপিএল খেলতে। তবে ২৯ তারিখ শেষ হয় সাকিবের সিপিএল অধ্যায়। এরপর সাকিব ফিরে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। এখন পর্যন্ত সেখানেই আছেন সাকিব।