Prothom Alo|ক্রীড়া প্রতিবেদক
আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন তিনি। বিসিবির এক সূত্রে জানা গেছে, সাইড স্ট্রেইনের সমস্যার কারণে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি পেসার। ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচে খেলবেন কি না, কাল পর্যবেক্ষণের পর সেটি নিশ্চিত হওয়া যাবে।
দলের আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামও চোট পেয়েছেন। ১৪তম ওভারে এক বল করে মোস্তাফিজ সরে যাওয়ায় বল তুলে দেওয়া হয়েছিল। ওভারের বাকি ৫ বল করার পর শরীফুলকেও আর দেখা যায়নি। আজ মাত্র ১.৫ ওভার বোলিং করছেন তিনি। এরপর কুঁচকির চোটের কারণে বোলিং করতে পারেননি বলে জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শরীফুলের খেলা নিয়েও আছে শঙ্কা।
দুই বিশেষজ্ঞ বোলারের ওভার পুষিয়ে নিতে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বোলিং করিয়েছেন নাজমুল হাসান, আফিফ হোসেন ও সাইফ হাসানকে। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজে চোটের কারণে পাচ্ছে না সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। দুজন না থাকায় দলের বোলিং আক্রমণ এমনিতেই অনেকটা শক্তি হারিয়েছে। শেষ ম্যাচে মোস্তাফিজ না থাকলে বড় ক্ষতিই হবে বাংলাদেশ দলের।