মোদিকে গণহত্যাকারী বলেছিল ব্রিটিশ সরকারের গোপন তদন্ত

 14 March 2023
May be an image of 1 person and text that says '5 নিউ বিবিসির প্রতিবেদন গুজরাট গণহত্যায় মোদির ভূমিকা প্রতিবেদনের লিংক মন্তব্যের ঘরে'
বিবিসি প্রামাণ্যচিত্র : মোদিকে গণহত্যাকারী বলেছিল ব্রিটিশ সরকারের গোপন তদন্ত
২০০২ সালের গুজরাট গণহত্যা নিয়ে বিবিসি সম্প্রতি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে। ভারতজুড়ে সেটিকে নিষিদ্ধও করা হয়েছে।
কী আছে এই প্রামাণ্যচিত্রে? কেন এই প্রামাণ্যচিত্রটিকে এত ভয় পাচ্ছে ভারত সরকার? বিশ বছরেরও বেশি আগের একটি নারকীয় ঘটনা কীভাবে এত বছর পরে পৃথিবীর অন্যতম শক্তিধর মানুষটির ভিত কাঁপিয়ে দিচ্ছে, বাংলাভাষী পাঠকদের জন্য তা নিয়ে দৃকনিউজ কয়েকটি পর্বের ভিডিওর প্রথম পর্ব এটি। এই পর্বে থাকছে গুজরাটের দাঙ্গা, সাংসদ এহসান জাফরির মৃত্যু, গোধরা হত্যাকাণ্ড এবং গুজরাট দাঙ্গায় ব্রিটিশ সরকারের তদন্ত বিষয়ে বিবিসির এই প্রামাণ্যচিত্র কী বলছে, সেটি।
গুজরাট গণহত্যার ২১ বছর। গুজরাট গণহত্যা নিয়ে বিবিসির প্রামাণ্যচিত্র অবলম্বন ৪ পর্বের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে দৃকনিউজ।