মে মাসে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে, কমেছে বাংলাদেশের

পণ্য রপ্তানি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা চলছে। এর মধ্যেও ভারতের পণ্য রপ্তানি বাড়ছে। গত মে মাসে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ হাজার ৪৯৫ কোটি ডলারের পণ্য।

এদিকে রপ্তানির পাশাপাশি আমদানিও বেড়েছে দেশটিতে। গত মে মাসে ৬ হাজার ১৯১ কোটি ডলারের পণ্য আমদানি হয়। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি। গত বছরের মে মাসে ভারতের পণ্য আমদানি ছিল ৫ হাজার ৭৪৮ কোটি ডলারের।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দেশটির আমদানি–রপ্তানির এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার আজ শুক্রবার আমদানি-রপ্তানির হালনাগাদ তথ্য জানিয়েছে। দেশটিতে রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বাণিজ্য–ঘাটতির পরিমাণ ২ হাজার ৩৭৮ কোটি ডলার।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুনীল বার্থওয়াল সাংবাদিকদের বলেন, রপ্তানির দিক থেকে মে মাসটি ছিল চমৎকার। তাঁর প্রত্যাশা, আগামী মাসগুলোতেও এই প্রবণতা অব্যাহত থাকবে।

ভারত চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ এপ্রিল ও মে মাসে ৭ হাজার ৩১২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে দেশটির আমদানি চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ। এ দুই মাসে আমদানি হয়েছে ১১ হাজার ৬০০ কোটি ডলারের পণ্য।

মে মাসে ভারতে পণ্য রপ্তানিতে যেখানে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, সেখানে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত মাসে ৪০৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪৮৪ কোটি ডলারের পণ্য। তার মানে গত মে মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে ১৬ শতাংশ।

prothom alo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here