মিরপুর-১০ মেট্রো স্টেশন চালুতে ব্যয় সোয়া ১ কোটি টাকা: ফাওজুল কবির

ফাইল ছবিফাইল ছবি২মাস ২৭ দিন পর আজ চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। এই স্টেশন চালু করতে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ মঙ্গলবার মিরপুরে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন পুনরায় চালু করার সময় তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘মেট্রোরেলের সব স্টেশন মিলিয়ে আরও খরচ লাগবে ১৭ কোটি টাকা। মোট লাগবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। তবে এই টাকা মেট্রো থেকেই নেওয়া হবে।’

মেট্রোরেলের ভাড়া কমানোর ব্যাপারে চেষ্টা করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘বিভিন্ন অজুহাতে প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পে দুর্নীতি নাকি অপচয়, সেটি চিহ্নিত করতে হবে।’

Ajker Patrika

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here