ঢাকা পোস্ট ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ০৮:১২

মার্চ মাসে দেশের রপ্তানি আয় ১১.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এ আয় ছিল ৩.৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এ আয় ৪.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রপ্তানি খাত প্রশংসনীয় উন্নতি করেছে।
প্রথম ৯ মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট ৩৭.১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের ৩৩.৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০.৬৩ শতাংশ বেশি।
জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি ৩০.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি।
শুধু মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানি ১২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ৩.০৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩.৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।