
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে হলে কমিশনে যায়, গণশুনানি লাগে। গণশুনানি উপেক্ষা করে মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সরকার জনগণকে বিদ্যুৎ, গ্যাস ও পানি দিতে পারে না। মানুষের অবস্থা অত্যন্ত দুর্বিষহ।
সরকার জনগণের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অবস্থান নিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সৎভাবে বাঁচতে, গণতান্ত্রিক পরিবেশে বাঁচতে চাইলে, এই সরকারের পতনের কোনো বিকল্প নেই।