- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২২, ১৪:৩৩
সদ্য জন্মনেয়া ছেলের মৃত্যুর শোক কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পারিবারিক ধাক্কা সামলে শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার।
রোনালদোর ম্যাচে ফেরার খবরটি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রাংনিক। ম্যাচে ফিরতে অনুশীলনও শুরু করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ রাংনিক বলেন, রোনালদো আমাদের সাথে অনুশীলন করেছে এবং সে আবারো ম্যাচ খেলতে প্রস্তুত।
এর আগে গত সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান হারানোর হৃদয়বিদারক খবর জানান ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। তার সদ্যজাত যমজ সন্তানদের মধ্যে মেয়েকে বাঁচাতে পারলেও ছেলেকে বাঁচানো যায়নি বলে জানান পর্তুগিজ তারকা।
এক স্ট্যাটাসে রোনালদো লেখেন, ‘অনেক কষ্ট নিয়ে জানাচ্ছি যে, আমাদের ছেলেশিশুটি মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্যই এটা সবচেয়ে কষ্টকর। মেয়েটি জন্ম নেয়ায় এ কষ্টের মুহূর্তে খানিকটা আশা নিয়ে লড়াই করতে পারছি। চিকিৎসক এবং সেবিকাদের যথাসাধ্য চেষ্টার জন্য ধন্যবাদ। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি সবার কাছে। আমাদের ছেলেশিশু! তুমি আমাদের দেবদূত। আমরা সবসময় তোমাকে ভালোবাসব।’
প্রসঙ্গত, শনিবার বিকেলে (বাংলাদেশ সময় রাত ৮টায়) প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরা চারের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।