ভারত-পাকিস্তান বিরোধে সমাধান বাংলাদেশ!

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ মে ২০২৩, ১৪:২৬

এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে; বেশ কিছুদিন যাবত এমন কানাঘুঁষা চলছে ক্রিকেট মহলে। একই পথে হাঁটে পাকিস্তানও, ভারতকে পাল্টা ফাঁদে ফেলে একই নিয়মে আসন্ন ভারত বিশ্বকাপেও নিজেদের ম্যাচগুলো ভিন্ন দেশে খেলতে চায় পাকিস্তান। আর সেই দেশ হতে পারে বাংলাদেশ!

এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার (১১ মে) ভারতের স্পোর্টস তাককে দেয়া এক সাক্ষাৎকারে ফের এমন দাবি তুলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে পিসিবির অবস্থান কী? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’

পিসিবি চেয়ারম্যান শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, তার দূরদৃষ্টি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেও। পাক ক্রিকেট প্রধান এই সময় জানান, ভারত ছাড়া আর কোনো দেশের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। আর সেই দেশটা যে বাংলাদেশ হতে পারে, তাও বলেন পিসিবি সভাপতি।

এই প্রসঙ্গে নাজাম শেঠি বলেন ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।’

বিসিসিআই বরাবরই পাকিস্তানে দল পাঠাতে ভারত সরকারের অনুমতি না থাকার কথা বলে সফর বাতিল করে থাকে। এবার একই যুক্তি পাকিস্তানও দেবে বলে পিসিবি সভাপতি বলেন, ‘ভারতের সরকার যদি বিসিসিআইকে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না।’