ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সেন্টিনেল আসামত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সেন্টিনেল আসামভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত।  ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম যে, বাংলাদেশে (বাংলাদেশ-ভারত) ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি…এটা (ফ্লাইট চালু) নিশ্চিতভাবেই একদিন ঘটবে। কারণ, ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না।’

এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘তাদের বোঝা উচিত, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে, তা ভুলে যাওয়া উচিত নয়।’

মানিক সাহা আরও বলেন, ‘আমি তাদের (বাংলাদেশিদের) বারবার বলব, মনে রাখবেন—ত্রিপুরার জনগণ কীভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি…বাংলাদেশ যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।’

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হলেও উভয় দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদী ভারত। দুই দেশের সঙ্গেই ভারতের ভবিষ্যৎ নিয়ে আশার কথা শুনিয়ে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের রাজনৈতিক পরিমণ্ডল নিয়ন্ত্রণ করতে চায় না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর্থিক সহায়তা এবং কোনো প্রকল্পে নিযুক্ত ছিল না।’

Ajker Patrika

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here