ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। যেখানে ২-১ ব্যবধানের এগিয়ে রয়েছে রোহিত শর্মারা। রাঁচিতে শুক্রবার থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ম্যাচটা বাতিল করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে বসবাস করা ভারতের সরকার ঘোষিত সন্ত্রাসীর তালিকায় থাকা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এ অভিযোগে ঝাড়খন্ড পুলিশ গুরপতবন্ত সিংয়ের বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) রজ্জু করেছে।
বিষয়টি নিয়ে হাতিয়ার ডেপুটি পুলিশ সুপার পি কে মিশরা মঙ্গলবার একটি বিবৃতিতে বলেন, রাঁচিতে ভারত ও ইংল্যান্ড ম্যাচ বাতিলের হুমকি দিয়েছেন গুরুপতবন্ত সিং পান্নুন।
এর আগে গত বছর বিশ্বকাপের সময় আহমেদাবাদ সহ বেশ কয়েকটি ভেন্যুতে ম্যাচ বন্ধ রাখার হুমকি দেয় এই সন্ত্রাসী গুরুপতবন্ত সিং পান্নুন। তবে বিশ্বকাপে কোনো নাশকতা করতে পারেনি তারা। এবার রাঁচি টেস্টের উপর নজর দিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
samakal