- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৩, ২০:০৪
দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৯.৪ ওভারে ২৯৬ রানে অলআউট হয়েছে ভারত। এতে প্রথম ইনিংস থেকে ১৭৩ রানের লিড পেল অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিল অসিরা।
দ্য ওভালে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫১ রান করেছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৫, শুভমান গিল ১৩, চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি ১৪ করে ও রবীন্দ্র জাদেজা ৪৮ রানে আউট হয়েছিলেন। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন।
শুক্রবার তৃতীয় দিন বাকি ৫ উইকেটে ১৪৫ রান যোগ করতে পারে ভারত। ১১টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রাহানে। লোয়ার অর্ডারে শারদুল ঠাকুর ৬টি চারে ৫১ রান করেন।
বল হাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৩টি, মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ড-ক্যামেরুন গ্রিন ২টি করে উইকেট নেন।
সূত্র : বাসস