ভারতের চা ফেরত পাঠাল একাধিক দেশ

24 Live Newspaper

মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক থাকায় আন্তর্জাতিক বাজারে ভারতের একাধিক চায়ের অর্ডার বাতিল হয়ে গেছে। বেশকিছু দেশ আমদানি করা চা ফেরত পাঠিয়ে দিয়েছে ভারতে। গতকাল শুক্রবার ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (আইটিইএ) চেয়ারম্যান অংশুমান কানেরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইকোনোমিক টাইমস।

indian teaচা একটি স্বাস্থ্যকর পানীয়

শ্রীলঙ্কার চলমান সংকটের জেরে বিশ্বের চায়ের বাজারে বড় ধরনের একটি শূন্যস্থান তৈরি হয়। সুযোগটি নিতে চেয়েছিল ভারত। দেশটির টি বোর্ড চা রপ্তানি বৃদ্ধিরও উদ্যোগ নেয়। কিন্তু শুরুতেই তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আইটিইএর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া বলছেন, স্বাভাবিকভাবেই বেশিরভাগ ক্রেতা উচ্চহারে রাসায়নিক রয়েছে এমন চা কিনতে চায় না।

indian tea plantভারতের একটি চা বাগান

পরিসংখ্যানে জানা গেছে, ২০২১ সালে ভারত ১৯ কোটি ৫৯ লাখ কেজি চা রপ্তানি করে। আয় হয়েছিল পাঁচ হাজার ২৪৭ কোটি রুপি। ইরান ও কমনওয়েলথভুক্ত দেশগুলোই মূলত ভারতের চায়ের মূল ক্রেতা।